Home / News / Details

News Details

প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি বাইকারদের

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি এবং সম্প্রতি বনানীর ১১ নম্বর সড়কে মোটরসাইকেলচালকদের ওপর রিকশাচালকদের হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন মোটরসাইকেলচালকেরা।

শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মোটরসাইকেলচালকদের প্ল্যাটফর্ম ‘মটো ক্লাব ৯৮’–এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচি থেকে প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল একেবারে বন্ধ করা, শুধু প্রতিবন্ধী ও বৃদ্ধদের এই রিকশা চালানোর অনুমতি দেওয়া এবং উল্টো পথে অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানান মোটরসাইকেলচালকেরা। অন্যথায় আইন পাস করে মোটরসাইকেলের মতো এই পরিবহন ও চালকদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

আয়োজক সংগঠনের সদস্য মো. রাসেল বলেন, সড়কে অটোরিকশাগুলোর দৌরাত্ম্য বন্ধ হোক। গত সপ্তাহে বনানীতে একজন বাইকারের ওপরে অটোরিকশার চালকেরা খুব জঘন্যভাবে হামলা চালিয়েছেন। এটা খুবই অপ্রত্যাশিত।

মো. রাসেল বলেন, ‘নিশ্চয়ই বাংলাদেশের রাস্তাঘাটের একটা নীতিমালা আছে, সে নীতিমালা অনুযায়ী গাড়ি চলুক। আমরা বলছি না, রিকশা বন্ধ হয়ে যাক, ওদেরও রুটি–রুজির বিষয় আছে এখানে। আমরা চাই, সেটি রক্ষিত হোক, কিন্তু একটি নীতিমালা মেনে চলুক।’

আয়োজক সংগঠনের আরেক সদস্য মুশফিকুর রহিম বলেন, বর্তমানে সড়কে বাইকারদের কাছে ব্যাটারিচালিত রিকশা একটি আতঙ্কের নাম। ব্যাটারিচালিত রিকশার চালকেরা যেখানে–সেখানে ইচ্ছেমতো রিকশা চালাচ্ছেন। প্রশাসনের কাছে আবেদন, ব্যাটারিচালিত রিকশার বিষয়ে তারা একটা সিদ্ধান্ত নিক।

Share This

Email
WhatsApp
Twitter
LinkedIn
Facebook

More on News

Leave a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart