Home / News / Details

News Details

প্রথমবারের মতো বুয়েট কর্তৃক ডিজাইনকৃত রিকশা তৈরি করছে গুডহোপ মটরস

বুয়েট কর্তৃক ডিজাইনকৃত রিকশা

আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে, গুডহোপ মটরস এখন বাংলাদেশের প্রথম সরকার অনুমোদিত এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়– বুয়েট কর্তৃক ডিজাইনকৃত রিকশা উৎপাদন করছে

বুয়েট কর্তৃক ডিজাইনকৃত রিকশা কেবল আমাদের প্রতিষ্ঠানের জন্যই নয়, বরং বাংলাদেশের অটোমোবাইল শিল্প এবং পরিবহন ব্যবস্থার জন্য একটি যুগান্তকারী মাইলফলক। পরিবেশবান্ধব প্রযুক্তি, উন্নতমানের যন্ত্রাংশ ও যাত্রী-চালক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি হচ্ছে এই নতুন প্রজন্মের রিকশা।

গাড়ির নকশা ও প্রযুক্তিগত দিকগুলো নির্ভরযোগ্যভাবে প্রস্তুত করা হয়েছে বুয়েট-এর বিশেষজ্ঞ প্রকৌশলীদের কারিগরি তত্ত্বাবধানে। প্রতিটি ইউনিটে থাকছে উন্নত ব্রেকিং সিস্টেম, মজবুত চেসিস, ঝাঁকিমুক্ত সাসপেনশন এবং আধুনিক ডিজাইন। চালক ও যাত্রীর আরাম এবং নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি অংশ নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে।

আমরা ইতোমধ্যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছি এবং উৎপাদন কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে এই অটোরিকশা দেশের বিভিন্ন শহরের সড়কে চলাচল শুরু করবে।

আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমরা বিশ্বাস করি—

  • বাংলাদেশের রিকশা ব্যবস্থায় শৃঙ্খলা ও আধুনিকতা আসবে,
  • চালকদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থান তৈরি হবে,
  • এবং যাত্রীরা পাবেন উন্নত ও আরামদায়ক রিকশা সেবা।

এই নতুন যাত্রায় আমরা দেশবাসীর সহযোগিতা, উৎসাহ ও ভালোবাসা কামনা করছি।

গুডহোপ মটরস – অটোমোবাইল প্রযুক্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।

Share This

Email
WhatsApp
Twitter
LinkedIn
Facebook

More on News

Leave a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart